Posts

Showing posts from December, 2020

Tense : Correct Tense : Translation

Image
TENSE Tense (কাল) : ক্রিয়ার সময়কে ‘Tense’ বা কাল বলা হয়।     Tense প্রধানতঃ তিন প্রকার অর্থাৎ, প্রধান Tense তিনটি। - 1. Present Tense (বর্তমান কাল)   2. Past Tense (অতীত কাল)   3. Future Tense (ভবিষ্যৎ কাল)     প্রত্যেক প্রকারের ‘Tense’ আবার চারভাগে বিভক্ত - (i) Indefinite  (ii) Continuous  (iii) Perfect and (iv) Perfect Continuous. 1. THE PRESENT TENSE (বর্তমান কাল):      (i) Present Indefinite Tense: ক্রিয়ার কাজ সময় চলে কিন্তু নির্দিষ্ট কোন সময় নাই বুঝাইলে Present Indefinite Tense হয়। Person (পুরুষ) Singular Number (একবচন) Plural Number (বহুবচন) 1 st     I go - আমি যাই     We go - আমরা যাই 2 nd     You go - তুমি যাও     You go - তোমরা যাও 3 rd     He / She goes - সে / তিনি যায়     They go - তাহারা যায়     Present Indefinite Tense এর be-verb এর রূপ ‘am, is, are’. (Subject third person singular number হলে verb এর সাথে 's’ বা 'es’ যুক্ত করে লিখতে হয়)। Sentence Pattern : Subject + Verb এর present form + Object / complement / adverbial     (ii) Present Continuous Tense