Tense : Correct Tense : Translation


TENSE


Tense (কাল) : ক্রিয়ার সময়কে ‘Tense’ বা কাল বলা হয়।

    Tense প্রধানতঃ তিন প্রকার অর্থাৎ, প্রধান Tense তিনটি। - 1. Present Tense (বর্তমান কাল)  2. Past Tense (অতীত কাল)  3. Future Tense (ভবিষ্যৎ কাল)

    প্রত্যেক প্রকারের ‘Tense’ আবার চারভাগে বিভক্ত - (i) Indefinite  (ii) Continuous  (iii) Perfect and (iv) Perfect Continuous.


1. THE PRESENT TENSE (বর্তমান কাল):

    (i) Present Indefinite Tense: ক্রিয়ার কাজ সময় চলে কিন্তু নির্দিষ্ট কোন সময় নাই বুঝাইলে Present Indefinite Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I go - আমি যাই

    We go - আমরা যাই

2nd

    You go - তুমি যাও

    You go - তোমরা যাও

3rd

    He / She goes - সে / তিনি যায়

    They go - তাহারা যায়


    Present Indefinite Tense এর be-verb এর রূপ ‘am, is, are’. (Subject third person singular number হলে verb এর সাথে 's’ বা 'es’ যুক্ত করে লিখতে হয়)।

Sentence Pattern: Subject + Verb এর present form + Object / complement / adverbial


    (ii) Present Continuous Tense: ক্রিয়ার কাজ সবসময় চলিতেছে বুঝাইলে Present Continuous Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I am going - আমি যাইতেছি

    We are going - আমরা যাইতেছি

2nd

    You are going - তুমি যাইতেছ

    You are going - তোমরা যাইতেছ

3rd

    He / She is going - সে যাইতেছে

    They are going - তাহারা যাইতেছে


    Present Continuous Tense এর be-verb এর রূপ ‘am, is, are’ এবং passive voice এর সময় উহাদের সাথে 'being’ যুক্ত করে লিখতে হয়)।

Sentence Pattern: Subject + am/is/are + Verb1 + ing + Object / complement / adverbial


    (iii) Present Perfect Tense: ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু ফল বর্তমান বুঝাইলে Present Perfect Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I have gone - আমি গিয়াছি

    We have gone - আমরা গিয়াছি

2nd

    You have gone - তুমি গিয়াছ

    You have gone - তোমরা গিয়াছ

3rd

    He / She has gone - সে / তিনি গিয়াছে

    They have gone - তাহারা গিয়াছে


    Present Perfect Tense এর be-verb এর রূপ ‘have, has’ এবং passive voice এর সময় উহাদের সাথে 'been’ যুক্ত করে লিখতে হয়)।

Sentence Pattern: Subject + have/has + Verb এর past-participle এর রূপ + Object /complement/adverbial


    (iv) Present Perfect Continuous Tense: ক্রিয়ার কাজ অতীতকালে আরম্ভ হইয়া বর্তমানে চলিতেছে বুঝাইলে Present Perfect Continuous Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I have been going - আমি কিছুকাল যাবৎ যাইতেছি

     We have been going - আমরা কিছুকাল ধরে যাইতেছি

2nd

    You have been going - তুমি কিছুকাল যাবৎ যাইতেছ

    You have been going - তোমরা কিছুকাল যাবৎ যাইতেছ

3rd

    He / She has been going - সে কিছুকাল যাবৎ  যাইতেছে

    They have been going - তাহারা কিছুকাল যাবৎ যাইতেছে


    Present Perfect Continuous Tense এর be-verb এর রূপ ‘have been’ এবং ‘has been’. (Present Perfect Continuous Tense এর নির্দিষ্ট সময়ের পূর্বে ‘since’ এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ‘for’ লিখতে হয়)।

Sentence Pattern: Subject + have been / has been + Verb1 + ing + Object / complement / adverbial


2. THE PAST TENSE (অতীত কাল):

    (i) Past Indefinite Tense: ক্রিয়ার কাজ শেষ হইয়া গিয়াছে বুঝাইলে Past Indefinite Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I go - আমি যাই

    We go - আমরা যাই

2nd

    You go - তুমি যাও

    You go - তোমরা যাও

3rd

    He / She goes - সে / তিনি যায়

    They go - তাহারা যায়


    Past Indefinite Tense এর be-verb এর রূপ ‘was’ এবং ‘were’.

Sentence Pattern: Subject + Verb এর past form + Object / complement / adverbial


    (ii) Past Continuous Tense: ক্রিয়ার কাজ অতীতকালে চলিতেছিল বুঝাইলে Past Continuous Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I was going - আমি যাইতেছিলাম

    We were going - আমরা যাইতেছিলাম

2nd

    You were going - তুমি যাইতেছিলে

    You were going - তোমরা যাইতেছিলে

3rd

    He / She was going - সে যাইতেছিল

    They were going - তাহারা যাইতেছিল


    Past Continuous Tense এর be-verb এর রূপ ‘was, were’ এবং passive voice এর সময় উহাদের সাথে 'being’ যুক্ত করে লিখতে হয়)।

Sentence Pattern: Subject + was / were + Verb1 + ing + Object / complement / adverbial


    (iii) Past Perfect Tense: অতীত কালের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে বা প্রথমে ঘটে তাহা Past Perfect Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I had gone - আমি গিয়েছিলাম

    We had gone - আমরা গিয়েছিলাম

2nd

    You had gone - তুমি গিয়েছিলে

    You had gone - তোমরা গিয়েছিলে

3rd

    He / She had gone - সে গিয়েছিল

    They had gone - তাহারা গিয়েছিল


    Past Perfect Tense এর be-verb এর রূপ ‘had’ এবং passive voice এর সময় উহাদের সাথে 'been’ যুক্ত করে লিখতে হয়)।

Sentence Pattern: Subject + had + Verb এর past-participle এর রূপ + Object / complement / adverbial


    (iv) Past Perfect Continuous Tense: ক্রিয়ার কাজ অতীত কালে আরম্ভ হইয়া অতীত কালের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলিতেছিল বুঝাইলে Past Perfect Continuous Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I had been going - আমি কিছুকাল যাবৎ যাইতেছিলাম

     We had been going - আমরা কিছুকাল ধরে যাইতেছিলাম

2nd

    You had been going - তুমি কিছুকাল যাবৎ যাইতেছিলে

    You had been going - তোমরা কিছুকাল যাবৎ যাইতেছিলে

3rd

    He / She had been going - সে কিছুকাল যাবৎ  যাইতেছিল

    They had been going - তাহারা কিছুকাল যাবৎ যাইতেছিল


    Past Perfect Continuous Tense এর be-verb এর রূপ ‘had been’. (Past Perfect Continuous Tense এর নির্দিষ্ট সময়ের পূর্বে ‘since’ এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ‘for’ লিখতে হয়)।

Sentence Pattern: Subject + had been + Verb1 + ing + Object / complement / adverbial


3. THE FUTURE TENSE (ভবিষ্যৎ কাল):


    (i) Future Indefinite Tense: ক্রিয়ার কাজ হইবে বুঝাইলে Future Indefinite Tense হয়।


Person (পুরুষ)

Singular Number (একবচন)

Plural Number (বহুবচন)

1st

    I shall go - আমি যাব

    We shall go - আমরা যাব

2nd

    You will go - তুমি যাবে

    You will go - তোমরা যাবে

3rd

    He / She will go - সে যাবে

    They will go - তাহারা যাবে


    Future Indefinite Tense এর be-verb এর রূপ ‘shall’ এবং ‘will’.

Sentence Pattern: Subject + shall / will + Verb এর present form + Object / complement / adverbial



CORRECT TENSE


‘Correct Tense’ করার জন্য কিছু প্রয়োজনীয় নিয়মাবলীঃ


1. যদি কোন বাক্যে always, daily, regularly, generally, usuals, usually, today, often, frequents, frequently, occasionally, everyday, every-morning / night / month / year / week  ইত্যাদি থাকে তবে, ঐ বাক্যটি Present Indefinite Tense এ পরিবর্তন হইবে।


2. যদি কোন বাক্য Universal Truth (চিরন্তন সত্য), Habitual Work (নিত্য অভ্যাস), Permanent Situation (স্থায়ী অবস্থা) ইত্যাদি বুঝায় তবে, বাক্যটি Present Indefinite Tense এ পরিবর্তন হইবে।


3. যদি কোন বাক্যে ‘now’ (এখন) থাকে তবে, এই বাক্য Present Continuous Tense এ পরিবর্তন হইবে। (কিন্তু বাক্যে see, feel, think, understand, hear, hope, know, want ইত্যাদি verb থাকিলে তখন বাক্যে 'now’ থাকিলেও বাক্যটি Present Continuous Tense হয় না। বাক্যটি তখন Present Indefinite Tense এ পরিবর্তন হইবে।)


4. Near Future (নিকট ভবিষ্যৎ) প্রকাশ করিতে Present Continuous Tense ব্যবহার করা হয়। যেমন- She is coming tomorrow.


5. যদি বাক্যে just, just now, yet, already, recently, lately, ever, never ইত্যাদি শব্দ থাকে তবে, ঐ বাক্যটি Present Perfect Tense এ পরিবর্তন হইবে।


6. যদি বাক্যে ‘since’ বা 'for’ থাকে তবে, ঐ বাক্যটি Present Perfect Continuous Tense এ পরিবর্তন হইবে। (কিন্তু বাক্যে see, know, feel, meet ইত্যাদি verb থাকিলে তখন বাক্যে 'since’ বা 'for’ থাকিলেও বাক্যটি Present Perfect Continuous Tense হইবে না। বাক্যটি তখন Present Perfect Tense এ পরিবর্তন হইবে।)


7. যদি কোন বাক্যে ago, earlier, yesterday, last, as if, as though, I wish, It is time ইত্যাদি থাকে তবে, বাক্যটি Past Indefinite Tense এ পরিবর্তন হইবে।


8. Conditional sentence, Repeated action, Expection and reality ইত্যাদি বুঝায় তবে, ঐ বাক্যটি Past Indefinite Tense এ পরিবর্তন হইবে। যেমন- If he tried again he would success, I rang the bell six times. It is not as big as I thought.


9. কোন বাক্যের সাথে ‘while’ বা ‘when’ থাকিলে, বাক্যটি Past Continuous Tense এ পরিবর্তন হইবে।


10. Past Tense এর কোন বাক্যের সঙ্গে ‘before’ অথবা 'after’ থাকিলে, বাক্যটি Past Perfect Tense এ পরিবর্তিত হইবে।


11. যদি কোন বাক্যে tomorrow, next, shortly ইত্যাদি শব্দ থাকে তবে, বাক্যটি Future Indefinite Tense এ পরিবর্তিত হইবে।


12. যদি বাক্যে clause of condition বুঝায় তবে, ঐ বাক্যটি Future Indefinite Tense এ পরিবর্তন হইবে। - If I drop the pot, it will break.


'Correct Tense’ করিতে হইলে প্রথমে উপরের নিয়ম অনুসারে বাক্যটির সঠিক ‘Tense’ নির্ণয় করিতে হইবে। তারপর সেই Tense এর pattern (গঠন প্রণালী) অনুযায়ী বাক্যটি ও তাহার verb-টির গঠন (form) পরিবর্তন করিয়া সঠিক ভাবে লিখিতে হয়।


PERSON (পুরুষ) : (Click here for details)


'I’, we হলো ------------ 1st Person   (প্রথম পুরুষ)

You হলো --------------- 2nd Person (দ্বিতীয় পুরুষ)

He, she, they, it হলো - 3rd Person  (তৃতীয় পুরুষ)


  • I, we এবং you এই তিনটি Subject ছাড়া বাকি সব ধরনের Subjects 3rd Person হয়।

  • কোন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদি নাম বা কোন ব্যক্তি সূচক শব্দ, কোন ঘটনা ইত্যাদি ‘Subject’ রূপে থাকিলে, এই Subject-টি সর্বদা 3rd Person হইবে।



SENTENCE PATTERN OF VARIOUS TENSES


1. THE PRESENT TENSE (বর্তমান কাল):


(i) Present Indefinite Tense:

Sentence Pattern: Subject + Verb এর present form + Object

Or, Subject + am/is/are + complement / adverbial


(ii) Present Continuous Tense:

Sentence Pattern: Subject + am/is/are + Verb1 + ing + Object / complement / adverbial


'I’ এর সাথে ------------------ ‘am’ বসে।

We, you, they এর সাথে ---- 'are’ বসে।

He, she, it এর সাথে -------- 'is’ বসে।


(iii) Present Perfect Tense:

Sentence Pattern: Subject + have/has + Verb এর past-participle এর রূপ + Object /complement/adverbial


I, we, you এবং they এর সাথে ---- 'have’ বসে।

He, she এবং it এর সাথে ----------- 'has’ বসে।


(iv) Present Perfect Continuous Tense:

Sentence Pattern: Subject + have been / has been + Verb1 + ing + Object / complement / adverbial


I, we, you এবং they এর সাথে - 'have been’ বসে।

He, she এবং it এর সাথে -------- 'has been’ বসে।


2. THE PAST TENSE (অতীত কাল):


(i) Past Indefinite Tense:

Sentence Pattern: Subject + Verb এর past form + Object

Or,  Subject + was / were + complement / adverbial


(ii) Past Continuous Tense:

Sentence Pattern: Subject + was / were + Verb1 + ing + Object / complement / adverbial


I, he, she এবং it এর সাথে ----------- 'was’ বসে।

We, you এবং they এর সাথে ------- 'were’ বসে।


(iii) Past Perfect Tense:

Sentence Pattern: Subject + had + Verb এর past-participle এর রূপ + Object / complement / adverbial


(iv) Past Perfect Continuous Tense:

Sentence Pattern: Subject + had been + Verb1 + ing + Object / complement / adverbial


3. THE FUTURE TENSE (ভবিষ্যৎ কাল):


(i) Future Indefinite Tense:

Sentence Pattern: Subject + shall / will + Verb এর present form + Object / complement / adverbial


I, we  এর সাথে ---------------------- 'shall’ বসে।

You, he, she, they, it এর সাথে ----- 'will’ বসে।


(ii) Future Continuous Tense:

Sentence Pattern: Subject + shall be / will be + Verb1 + ing + Object / complement / adverbial


I, we  এর সাথে ---------- 'shall be’ ব্যবহৃত হয়।

You, he, she, they, it এর সাথে --- 'will be’ ব্যবহৃত হয়।


(iii) Future Perfect Tense:

Sentence Pattern: Subject + shall have / will have + Verb এর past-participle এর রূপ + Object / complement / adverbial


I, we  এর সাথে ------- 'shall have’ ব্যবহৃত হয়।

You, he, she, they, it এর সাথে ---- 'will have’ ব্যবহৃত হয়।


(iv) Future Perfect Continuous Tense:

Sentence Pattern: Subject + shall have been / will have been + Verb1 + ing + Object / complement / adverbial


I, we  এর সাথে - 'shall have been’ ব্যবহৃত হয়।

You, he, she, they, it এর সাথে ---- 'will have been’ ব্যবহৃত হয়।



Please Note:

  • Verb1 = Present form of the verb.

  • Verb2 = Past form of the verb.

  • Verb3 = Past participle form of the verb.

              (যেমন : Go   -   went   -    gone)


  • Present Perfect Continuous Past Perfect Continuous Tense এ ‘নির্দিষ্ট সময়’ বুঝাইলে উহার পূর্বে ‘since’ বসে এবং ‘অনির্দিষ্ট সময়’ বুঝাইলে উহার পূর্বে ‘for’ বসে।

  • যদি বাক্যের সময়টির সঠিক তারিখ, সন বা দিন উল্লেখ থাকে (যেমন- 1995 সন হইতে, গত সোমবার থেকে, গত রাত্রি হইতে) তবে সময়টি নির্দিষ্ট হইবে।

  • এবং যদি এই ধরনের কোন সময়, তারিখ বা দিন উল্লেখ করা না থাকে (যেমন- অর্ধঘন্টা ব্যাপিয়া, দশ বৎসর থেকে ইত্যাদি লিখা থাকে) তবে সময়টি অনির্দিষ্ট হইবে।




TRANSLATION (অনুবাদ)


বাংলা ভাষার বাক্যকে ইংরেজি ভাষায় অনুবাদ করার জন্য নিম্নে উল্লেখ করা কিছু বিষয় (পদ্ধতি) মেনে চলতে হয়।

  1. প্রথমতঃ   - বাংলা বাক্যটির সঠিক ‘tense’ নির্ণয় করিতে হইবে।

  2. দ্বিতীয়ত - সেই ‘tense’ এর সঠিক ‘Pattern’ (গঠন প্রণালী) অনুযায়ী বাংলা বাক্যটির Translation (অনুবাদ) করিতে হইবে‌।

  3. তৃতীয়ত  - বাংলা ভাষার বাক্যটি Negative (না-বোধক) বা Interrogative (প্রশ্ন-বোধক) sentence হইলে, বাক্যটির ‘tense-form’ অনুসারে negative ও interrogative-এর নিয়ম অনুযায়ী পরিবর্তিত করে ইংরেজী অনুবাদ করিতে হয়।

  4. কোন বাংলা বাক্যের হুবহু ইংরেজী শব্দানুবাদ করিলে তাহা কখনও শুদ্ধ হইবে না।


বাংলা বাক্যের Tense-form কিরূপ নির্ণয় করা যায়, সে সম্পর্কে কিছু ধারণা নীচে উল্লেখ করা হলো। সেগুলো লক্ষ্য করিতে হবে।


■ Present Indefinite Tense:

  • যে বাক্যের কাজ সবসময় হয়, কিন্তু কখন হইতে হইতেছে, বর্তমানে হইতেছে কিনা এরকম নির্দিষ্ট কোন সময় কিছুই বুঝায় না। এই ধরনের বাক্য সব সময় present indefinite tense হয়।

  • চিরন্তন সত্য (universal truth) বাক্য, দৈনন্দিন কাজ বা অভ্যাসগত কাজ (habitual action), ভৌগোলিক অবস্থান, নির্দেশমূলক কাজ ইত্যাদি বুঝাইলে বাক্যটি সবসময় present indefinite tense হইবে।

  • যদি কোন বাক্যে প্রায়ই, সর্বদা, প্রতিদিন, রোজ, আজ, সবসময়, নিয়মিত ভাবে, সাধারণত, প্রতিবৎসর, প্রতি মাসে, প্রতি সপ্তাহ এগুলি লিখা থাকে তবে ওই বাক্যটি present indefinite tense হইবে।


■ Past Indefinite Tense:

  • সাধারণত কোন বাক্যের ক্রিয়ার (verb-এর) শেষে ‘ছিল / ছিলাম / ছিলে / ছিলেন’ ইত্যাদি উচ্চারিত হলে সেই বাক্যটি past indefinite tense হইবে।

  • যদি কোন বাক্যে গতকাল (গতকল্য), গত বৎসর, গতমাসে, গতরাত্রে, গত রবিবার, একটু আগে, পূর্বে এরকম শব্দ উল্লেখ থাকে তবে, সেই বাক্যটি past indefinite tense হইবে।


■ Future Indefinite Tense:

  • যদি বাক্যের কাজ হইবে বুঝায় তাহা হইলে future indefinite tense হয়।

  • সাধারণত যে সকল বাক্যে আগামী, আগামীকাল (আগামীকল্য), আগামী রবিবার, আগামী মাসে, আগামী সপ্তাহে, আগামী বৎসর ইত্যাদি শব্দ উল্লেখ থাকে সেই সকল বাক্য future indefinite tense হয়।


■ Present Continuous Tense:

  • যদি কোন বাক্যের ক্রিয়ার শেষে ‘ইতেছি / ইতেছ / ইতেছে / ইতেছেন’ ইত্যাদি উচ্চারণ (sound) থাকে তবে ওই বাক্যটি present continuous tense হইবে।

  • সাধারণত কোন বাক্যে ‘এখন’ থাকিলে বাক্যটি present continuous tense হয়। (কিন্তু যদি বাক্যে দেখা, অনুভব করা, চিন্তা করা, বুঝা, শুনা, আশা করা, জানা, চাওয়া ইত্যাদি ক্রিয়া থাকে, তখন বাক্যে “এখন” শব্দটি থাকিলেও present continuous tense হইবে না। বাক্যটি তখন present indefinite tense হইবে।)


■ Past Continuous Tense:

  • যদি কোন বাক্যের ক্রিয়ার শেষে ‘ইতেছিলাম / ইতেছিলে / ইতেছিল / ইতেছিলেন’ ইত্যাদি উচ্চারিত হয় তবে, সেই বাক্যটি সর্বদা past continuous tense হয়।

  • যদি অতীত কালের কোন বাক্যে “যখন”, “তখন” ইত্যাদি শব্দ থাকে তবে সেই বাক্যটি past continuous tense হয়।


■ Present Perfect Tense:

  • সাধারণত কোন বাক্যের ক্রিয়ার (verb-এর) শেষে ‘ইয়াছি / ইয়াছ / ইয়াছে / ইয়াছেন’ এগুলি উচ্চারিত হলে সেই বাক্যটি present perfect tense হয়।

  • যদি কোন বাক্যে “এইমাত্র” বা “ইতিমধ্যে” লিখা থাকে তবে বাক্যটি present perfect tense হইবে।


■ Past Perfect Tense:

  • Past Perfect Tense-এর বাক্যে সবসময় দুটি কাজ (বাক্য) থাকে।

  • কাজ (বাক্য) দুটি সবসময় ‘পূর্বে’ বা ‘আগে’ এবং ‘পরে’ এই শব্দগুলির দ্বারা সংযুক্ত থাকে।

  • কাজ (বাক্য) দুটির একটি সর্বদা আগে ও অপরটি পরে ঘটে।

    • যে কাজটি আগে ঘটে তাহা Past Perfect Tense-এ অনুবাদ করিতে হয়।

    • যে কাজটি পরে ঘটে তাহা Past Indefinite Tense-এ অনুবাদ করিতে হয়।

    • ‘পূর্বে’ থাকিলে ‘before’ দ্বারা এবং ‘পরে’ থাকিলে ‘after’ দ্বারা বাক্য দুটি যুক্ত করিতে হয়।


উদাহরণস্বরূপ :- ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়াছিল।

এই বাক্যে -----

রোগীটি মারা গিয়াছিল ←(১নং কাজ)

(Past perfect tense)

ডাক্তার আসিয়াছিল ← (২নং কাজ)

(Past indefinite tense)

The patient had died before the doctor came.


■ Present Perfect Continuous Tense:

  • যে বাক্যে ক্রিয়ার কাজ অতীতকালে আরম্ভ হইয়া এখনও চলিতেছে এমন বুঝায় তাহা সবসময় present perfect continuous tense হয়।

  • অর্থাৎ, বাক্যের কাজ যদি কিছুক্ষণ আগে থেকে বা কিছুদিন আগে থেকে বা দীর্ঘদিন আগে থেকেই অথবা বহু বৎসর আগে থেকেই শুরু হয়েছে কিন্তু এখনও চলিতেছে বা হইতেছে এমন বুঝায় তবে, সেই বাক্যটি সবসময় Present Perfect Continuoustense Tense হইবে।


            উদহরণসরূপ :- আমি ২০০৮ সন হইতে এই বিদ্যালয়ে পড়াশোনা করিতেছি।

এখানে ‘পড়াশোনা করা’ হইতেছে কাজ (verb) বা ক্রিয়া। এই কাজটি ২০০৮ সনে আরম্ভ হয়েছিল এবং এখনও চলিতেছে। সুতরাং বাক্যটি Present Perfect Continuous Tense হইবে।


■ Past Perfect Continuous Tense:

  • যদি কোন বাক্যের ক্রিয়ার কাজ অতীতকালে আরম্ভ হইয়া, অতীতকালেরই একটি সময় পর্যন্ত চলিতেছিল বা হইতেছিল বুঝায় তাহা হইলে বাক্যটি past perfect continuous tense হইবে।


            উদাহরণস্বরূপ :- আমি ২০০৫ সন হইতে ২০০৯ সন পর্যন্ত এই কলেজে পড়িতেছিলাম।

এখানে ‘পড়া’ একটি কাজ (verb) বা ক্রিয়া। কাজটি অতীতকালে অর্থাৎ ২০০৫ সন হইতে আরম্ভ হইয়া আতীতকালেরই একটি সময় অর্থাৎ ২০০৯ সাল পর্যন্ত চলিতেছিল। সুতরাং এই বাক্যটি past perfect continuous tense হইবে।


Remember: সাধারণত এই নিয়মগুলির দ্বারা সঠিক ‘Tense-form’ নির্ণয় করা সম্ভব‌। কিন্তু কখনো-কখনো এই নিয়মগুলি ব্যতিরেকেও বাক্যের গঠন হইতে পারে। অর্থাৎ, উপরে উল্লেখিত নিয়ম ছাড়া কখনো অন্যভাবেও বাক্যের ‘Tense’ নির্ণয় করে 'Correct tense’ ও ‘Translation’ (অনুবাদ) করিতে হইবে।


Visit here for more details on English Grammar | MS-WORLD OF EDUCATION | Stay tuned to get more updates. Thank you everyone.

Comments

Popular posts from this blog

A Child's Beauty | Class 7 English | SCERT, Assam

Women in Space | Lesson 8 | English Class 7 | SCERT, Assam

The Sound of Music - Evelyn Glennie