Posts

Showing posts with the label Social Studies

Objective Questions & Answers on Social Studies

Image
1. ‘স্বত্ব বিলোপ নীতি’ কে প্রবর্তন করিয়াছিলেন? A. লর্ড ডালহৌসী। 2. 1857 খ্রীষ্টাব্দের বিপ্লবের তৎকালীন কারণ কি ছিল? A. এনফিল্ড রাইফেলের প্রচলন। 3. সিপাহী বিদ্রোহে সক্রিয় অংশগ্রহণকারী ভারতীয় মহিলার নাম কি? A. ঝান্সীর রানী লক্ষ্মীবাঈ। 4. 1857 সালের বিপ্লবকে “সিপাহী বিদ্রোহ” বলার কারণ কি? A. সিপাহীরা আরম্ভ করার জন্য। 5. ‘সিপাহী বিদ্রোহ’ সূচনা করিয়াছিলেন তাঁহার নাম কি? A. মঙ্গল পান্ডে। 6. 1857 খ্রীষ্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? A. মঙ্গল পাণ্ডে। 7. 1857 খ্রীষ্টাব্দের সিপাহী বিদ্রোহের কোন নেতাকে ইংরাজগণ ধরিতে পারে নাই? A. নানা সাহেব। 8. অসমে 1857 খ্রীষ্টাব্দের বিপ্লবের নেতৃত্ব কে বহন করিয়াছিল? A. গোমধর কোঙর। 9. 'কেশরী’ পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়? A. বোম্বাইতে। 10. ‘আনন্দমঠ’ — কে রচনা করেন? A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়   11. “বন্দেমাতরম” গানটির রচয়িতা কে? A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12. জাতীয় মুক্তিযুদ্ধের মহামন্ত্র কি ছিল? A. বন্দেমাতরম। 13. ‘নীলদর্পন' — কে রচনা করেন? A. দীনবন্ধু মিত্র। 14. কোন সমস্যাটি হইতে ভারতে জাতীয় আন্দোলনের প্রকৃত সূচনা হয়? A. সিভিল সার্...