SYNONYMS

SYNONYMS

Synonym - a word having the same meaning with another.

A synonym means one of two or more words or expressions of the same language that have the same or nearly the same essential meaning in some or all senses.”


01. Able - সাধারণভাবে ক্ষমতা বুঝায়। - He is able to do this work.

    Capable - কোন বিশেষ কাজ করিবার ক্ষমতা বুঝায়। - He is capable of walking three hours at a stretch.

02. Arab - আরব জাতির।

   Arabic - আরবী ভাষা বা সাহিত্য।

    Arabian - আরব দেশের।


03. Astonished - ধারণাতীত বলিয়া বিস্ময় বুঝাইতে। (what is above or beyond our comprehension.)

     Surprised - অপ্রত্যাশিত বলিয়া বিস্ময় বুঝাইতে। (what is unexpected.)


04. Artist - যিনি উচ্চ শ্রেণীর শিল্প চর্চা করেন (an artist is one skilled in one of the fine arts, as poetry, painting, music, sculpture, etc.)

     Artisan - যিনি সাধারণ শিল্প চর্চা করেন (artisan is one skilled in the mechanic arts, as carpentry.)

     Artiste - নৃত্য, গীত, বাজনা ইত্যাদি যাহার পেশা তিনি (স্ত্রী-পুরুষ উভয়কেই বুঝায়) an artiste is a professional singer, dancer, etc., both male and female.


05. Authentic - 'Authentic book’ বলিতে বুঝায় পুস্তকে বর্ণিত ঘটনাসমূহ সত্য।

     Genuine - 'Genuine book’ বলিতে বুঝায় পুস্তকের author বলিয়া যাঁহার নাম আছে সত্য সত্যই তিনি উহার লেখক।


06. Avenge - অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ (প্রতিশোধ গ্রহণকারী ইহাকে ন্যায়বিচার ও কর্তব্য বলিয়া মনে করে)।

     Revenge - নিজের প্রতি অন্যায়ের জন্য অন্যায় করিয়া প্রতিহিংসা লওয়া। ক্রোধ এবং আক্রোশ ইহার উৎস।


07. Aeroplane - যন্ত্রচালিত বায়ু হইতে গুরুভার উড়োজাহাজ।

     Airship - বায়ু হইতে হাল্কা উড়োজাহাজ‌।


08. Avocation - আনুষঙ্গিক সখের বৃত্তি বা কাজ (a subsidiary occupation, chiefly for pleasure.)

     Vocation - প্রধান পেশা বা বৃত্তি (a regular habitual occupation.)


09. Banish - স্বদেশ হোক কি বিদেশ হোক, কোন দেশ হইতে গর্ভনমেন্ট কর্তৃক বহিষ্কৃত হওয়া (a man is banished when he is compelled by a government to leave a country, whether he is a native or a foreigner.)

     Exile - স্বেচ্ছায় হোক কি বাধ্য হইয়া হোক, স্বস্থান হইতে দূরে থাকা (exile is used when a man lives away from his native place.)


10. Battle - একটিমাত্র যুদ্ধ বুঝায় - (The Battle of Haldighati)

     War - ইহাতে অনেকগুলি battle থাকে - (The Second World War)


11. Beautiful - বিশেষ সৌন্দর্য বুঝায় (beautiful is a union of the below two and is a much stronger word.)

     Handsome - সুঠাম দেহশ্রী বুঝায় (handsome relates to the proportion of the whole figure.)

     Pretty - মুখশ্রী বুঝায় (pretty relates to the face.)


12. Big, Large - সাধারণতঃ আকার ও পরিমাণে বড় বুঝায় (big and large generally refer to size and quantity.)

     Great - বিস্তার বুঝায় ও সাধারণতঃ দূরত্ব, দৈর্ঘ্য, উচ্চতা ইত্যাদিবোধক শব্দের পূর্বে বসে (great refers to linear dimension or extent, and is generally used with words denoting distance, height, length, etc.)


13. Bring - (শুধু) আনা; ‘গিয়ে আনা’ অর্থ প্রকাশ করে না - He brought his son with him.

     Fetch - গিয়ে আনা (to go and bring.) - Fetch me the book from the library.


14. Bill - প্রস্তাবিত আইন (proposed law, not granted yet.)

     Act - মঞ্জুরীকৃত আইন (granted law or law passed.) অর্থাৎ যে আইনটি মঞ্জুরীর জন্য ব্যবস্থাপক সভায় পেশ করা হয়, মঞ্জুরীর পূর্ব পর্যন্ত ইহাকে বলা হয় Bill এবং মঞ্জুরীর পরে ইহা Act বা আইনে পরিণত হয়।


15. Canal - কৃত্রিম অর্থাৎ মনুষ্যকৃত প্রণালী - The Suez Canal.

     Channel - দুই ভূখণ্ডের মধ্যে স্বাভাবিক সংকীর্ণ সমুদ্রাংশ - The English Channel.


16. Carcass - পশুর মৃতদেহ।

     Corpse - মানুষের মৃতদেহ।


17. Compare - সাদৃশ্য ও পার্থক্য দুই-ই বুঝায়।

     Contrast - শুধু পার্থক্য দেখান বুঝায়‌।


18. Contagious - ছোঁয়াচে; শুধু স্পর্শ দ্বারা সংক্রামিত হয় যাহা (a contagious disease is one that spreads by contact; as smallpox.)

     Infectious - সংক্রমণকারী; জল বা বায়ুর দ্বারা যাহা সংক্রামিত হয় (an infectious disease is one that spreads especially by air or water; as influenza.)


19. Contented - যাহার অভাব মিটিয়াছে।

     Satisfied - যাহার আকাঙ্ক্ষা মিটিয়াছে। [অভাব না থাকিলেও আকাঙ্ক্ষা থাকিতে পারে। আবার আকাঙ্ক্ষা বেশী থাকিলেও কেহ হয়ত অল্পেই তুষ্ট (contented) হইতে পারে।]


20. Continuous - যতক্ষণ চলে তাহার মধ্যে বিরাম নেই (an action is continuous when there is no break so long as it lasts.)

     Continual - মাঝে মাঝে বিরাম আছে (continual is an action, when there are occasional breaks.)


21. Confess - গুরুতর অপরাধ স্বীকার করিতে।

     Admit - সাধারণ ভুল স্বীকার করিতে।


22. Crime - দেশের আইনভঙ্গজনিত অপরাধ (crime is breaking the laws of a country.)

     Vice - নৈতিক আইনভঙ্গজনিত অপরাধ (vice is breaking moral laws.)

     Sin - ভগবানের আদেশ লঙ্ঘনজনিত অপরাধ (sin is breaking the command of God, and sometimes includes both the sense of crime and vice.)


23. Custom -জাতি বা সমষ্টিগত প্রথা (custom is national or of a group )

     Habit - ব্যক্তিগত অভ্যাস (habit is individual.)


24. Decrease - অপ্রকাশিত কারণে ক্রমে ক্রমে হ্রাস পাওয়া।

     Diminish - প্রকাশ্য কারণে হ্রাস পাওয়া।


25. Deny - কোন কথার সত্যতা অস্বীকার করা

     Refuse - কোন অনুরোধ অস্বীকার করা, বা কোন কাজ করিতে অস্বীকার করা।


26. Devoted - (অনুরক্ত) ভাল অর্থে ব্যবহৃত হয়। - He is devoted to God.

     Addicted - খারাপ অর্থে ব্যবহৃত হয়। - He is addicted to opium.


27. Discover - পূর্বে ছিল কিন্তু কেহ জানিত না, এমন জিনিষ আবিষ্কার করা - Columbus discovered America.

     Invent - সম্পূর্ণ নূতন জিনিষ আবিষ্কার করা - Galileo invented the telescope.


28. Disinterested - নিঃস্বার্থ (unselfish)

     Uninterested - আগ্রহশূন্য (having no interest)


29. Distinction - (Difference is the general term, and lies in the thing.)

     Difference - (Distinction is the act of showing this difference.)

বিভিন্ন জিনিষের মধ্যে প্রভেদ আছে বলিয়াই আমরা তাহাদের মধ্যে পার্থক্য করি। এই প্রভেদ থাকাটা বা পার্থক্য হচ্ছে difference; এবং পার্থক্য করা বা দেখান কার্যটি হচ্ছে distinction.


30. Drown - ডুবা (শুধু চেতন পদার্থ সম্বন্ধে ব্যবহৃত হয়।)

     Sink - ডুবা (চেতন ও অচেতন উভয়বিধ পদার্থ সম্বন্ধেই ব্যবহৃত হয়।)


31. Effective - ফলপ্রসূ

     Effectual - চূড়ান্ত ফল-প্রদানকারী

     Efficient - শুধু কার্যকারক (দক্ষ) সম্বন্ধে ব্যবহৃত হয়। (agent or instrument)

     Efficacious - বাঞ্ছিত ফলদায়ী (শুধু things বর্তমানে ঔষধ) সম্বন্ধে ব্যবহৃত হয়।

(effective ও effectual উভয়ই শুধু ফল বুঝায়, - ফল উৎপাদনকারীকে নয়। কিন্তু যাহা কিছু ফল উৎপাদন করে তাহাই effective; আর যাহা চূড়ান্তভাবে ফল উৎপাদন করে তাহা effectual.)


32. Enough - যাহার আকাঙ্ক্ষা মিটিয়াছে (whose desires are fulfilled.)

     Sufficient - যাহার অভাব মিটিয়াছে (whose wants are supplied.)


33. Epidemic - যে ব্যাধি হঠাৎ কোন স্থানে অনেককে আক্রমণ করিয়া কিছুদিন সেখানে থাকে।

     Endemic - কোন ব্যাধি যদি কোন স্থানে প্রায়ই দেখা যায় তবে সেই ব্যারামটিকে সেখানে endemic বলা হয়।


34. Eternal - যাহার আদি বা অন্ত কিছুই নেই।

     Everlasting - যাহার আদি আছে, কিন্তু অন্ত নেই।


35. Exceedingly - খুব বেশি; কিন্তু মাত্রা ছাড়িয়ে যাওয়া বুঝায় না। (very much but proper.)

     Excessively - এত বেশি যে ততটা বেশি ভালো নয়; অর্থাৎ মাত্রা ছাড়িয়ে যাওয়া বুঝায়। (too much not proper.)


36. Expect - প্রত্যাশা; (শুভ ও অশুভ উভয়বিধ সম্ভাবনাকে বুঝায়।)

     Hope - আশা; (শুধু শুভ আশাকে বুঝায়।)


37. Famous - বিখ্যাত (ভালো অর্থে ব্যবহৃত হয়।)

     Notorious - কুখ্যাত (খারাপ অর্থে ব্যবহৃত হয়।)


38. Female - স্ত্রীজাতিকে বুঝায় (female refers to sex.)

     Feminine - নারীর নিকট হইতে যাহা স্বাভাবিক বা প্রত্যাশিত (not merely of or for women, but also of the kind expected of women.)

     Womanly - সৎ নারীর বিশেষত্বগুলি বুঝায় (womanly describes the qualities peculiar to a good women.)


39. Flock - ছোট পশুর যূথ (দল) - A flock of sheep, goats, etc.

     Herd - বড় পশুর যূথ (দল) - A herd of elephants, cows, etc.


40. Freedom - স্বাভাবিক স্বাধীনতা (freedom denotes absence of restraint at the present moment.)

     Liberty - মুক্তি (liberty implies previous restraint.)


41. Haste - দ্রুততা বুঝায়।

     Hurry - তাড়াহুড়া করা (তাড়াতাড়ির জন্য কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করা বুঝায়।)


42. House - “House” is the building where one lives.

     Home - “Home” is the same place but endeared by affectionate association and family ties.


43. Idle - যাহা করা উচিত তাহা করে না।

     Lazy - নড়িতে চাহে না বলিয়া কোন কাজই করিতে চাহে না।


44. Informant - সাধারণতঃ যে সংবাদ দেয়।

     Informer - যে দোষারোপের জন্য সংবাদ দেয় সে (সাধারণতঃ এরূপ করাই তাহার কাজ)।

(“informer” কথাটি সাধারণতঃ নিন্দাবাচক, “informant” তাহা নয়)।


45. Mutual - দুজন বা দুজনের অধিক লোকের মধ্যে পরস্পর (mutual implies an inter-change and is applied to two or more persons.)

     Common - অনেক লোকের মধ্যে (common means what belongs to several or many.)


46. Neglect - ইচ্ছাকৃত অবহেলা।

     Negligence - অভ্যাসের দোষে অবহেলা।


47. Old - পুরাতন, বৃদ্ধ - He is an old man.

     Ancient - প্রাচীন কালের - It was an ancient custom.


48. Pair - একজোড়া, একটি পুরুষ আর একটি স্ত্রী (two, referring to living beings, one male and the other female)

     Couple - একজোড়া, স্ত্রী কি পুরুষ কিছুই বুঝায় না, দুই-ই পুরুষ কিংবা দুই-ই স্ত্রী হইতে পারে। (two, without reference to their sex.)


49. Part - কোন অংশের সবটা। (part is a general term referring to some whole.)

     Portion - সম্পূর্ণ হইতে পৃথক করিয়া লওয়া অংশ। (portion adds the idea of being detached from a whole.)


50. Pride - গর্ব (pride is a high opinion of one's self for some real or imagined superiority.)

     Vanity - অহংকার (vanity is the desire of being admired by others, often on account of such things as beauty, dress, etc.)

Pride may be used in a good sense but vanity, never.


51. Possible - সম্ভব; যাহা একেবারে অসম্ভব নয় (which is not against the nature of things.)

     Probable - সম্ভাব্য; যাহার সম্ভাবনা আছে তাহা (which has a greater chance of happening.)

     Practicable - সাধ্য; যাহা কার্যে পরিণত করিবার উপায় জানা আছে তাহা (which can be done by means known.)

Practicable is the strongest term, next comes probable, while possible is only a vague expression.


52. Rare - বিরল; দুর্লভ (যে জিনিষ খুব কম দেখা যায় বুঝাইতে) - Men like Swami Vivekananda are very rare.

     Scarce - দুষ্প্রাপ্য; (কোন জিনিষের সাময়িক অভাব বুঝাইতে) - Money is scarce now.


53. Remember - (বিশেষ চেষ্টা ছাড়াই) মনে করা বুঝাইতে।

     Recollect - (চেষ্টা করিয়া) মনে করা বুঝাইতে।


54. Shade - ছায়াযুক্ত জায়গা; ছাউনি (শুধু আলোর অভাব বুঝায়, কোন কিছুর ছায়া নয়)।

     Shadow - কোন কিছুর ছায়া বুঝায়।


55. Snow - স্বাভাবিক বরফ (তুষার) - Mount Everest is covered with snow.

     Ice - কৃত্রিম বরফ (মলাই বরফ) - He has an ice factory.


56. Trade - যেকোন রকম ব্যবসা, (ছোট হোক বা বড় হোক, স্বদেশে হোক কিংবা বিদেশের সাথেই হোক)।

     Commerce - বড় রকমের ব্যবসা, (বর্হিবাণিজ্য)।


57. Vacant - পূর্বে পূর্ণ ছিল কিন্তু আপাতত শূন্য বা খালি বুঝায়। (that which wants something in it is vacant.)

     Empty - খালি, শূন্য (যাহা পূর্বেই খালি ছিল) (a thing is empty when there is nothing in it.)


58. Wood - ছোট বন (a small wood) - The temple stands in a wood.

     Forest - বড় বন (a large wood) - Lions live in the forest.


Click here for more updates.

Comments

Popular posts from this blog

A Child's Beauty | Class 7 English | SCERT, Assam

Women in Space | Lesson 8 | English Class 7 | SCERT, Assam

The Sound of Music - Evelyn Glennie