Objective Questions & Answers on Social Studies
1. ‘স্বত্ব বিলোপ নীতি’ কে প্রবর্তন করিয়াছিলেন?
A. লর্ড ডালহৌসী।
2. 1857 খ্রীষ্টাব্দের বিপ্লবের তৎকালীন কারণ কি ছিল?
A. এনফিল্ড রাইফেলের প্রচলন।
3. সিপাহী বিদ্রোহে সক্রিয় অংশগ্রহণকারী ভারতীয় মহিলার নাম কি?
A. ঝান্সীর রানী লক্ষ্মীবাঈ।
4. 1857 সালের বিপ্লবকে “সিপাহী বিদ্রোহ” বলার কারণ কি?
A. সিপাহীরা আরম্ভ করার জন্য।
5. ‘সিপাহী বিদ্রোহ’ সূচনা করিয়াছিলেন তাঁহার নাম কি?
A. মঙ্গল পান্ডে।
6. 1857 খ্রীষ্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
A. মঙ্গল পাণ্ডে।
7. 1857 খ্রীষ্টাব্দের সিপাহী বিদ্রোহের কোন নেতাকে ইংরাজগণ ধরিতে পারে নাই?
A. নানা সাহেব।
8. অসমে 1857 খ্রীষ্টাব্দের বিপ্লবের নেতৃত্ব কে বহন করিয়াছিল?
A. গোমধর কোঙর।
9. 'কেশরী’ পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়?
A. বোম্বাইতে।
10. ‘আনন্দমঠ’ — কে রচনা করেন?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
11. “বন্দেমাতরম” গানটির রচয়িতা কে?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
12. জাতীয় মুক্তিযুদ্ধের মহামন্ত্র কি ছিল?
A. বন্দেমাতরম।
13. ‘নীলদর্পন' — কে রচনা করেন?
A. দীনবন্ধু মিত্র।
14. কোন সমস্যাটি হইতে ভারতে জাতীয় আন্দোলনের প্রকৃত সূচনা হয়?
A. সিভিল সার্ভিসে ভর্তির বয়স কমানো।
15. 'মহাজন সভা' কত সনে প্রতিষ্ঠিত হইয়াছিল?
A. 1884 সনে।
16. "ইন্ডিয়ান এসোসিয়েশন" কত সনে প্রতিষ্ঠিত হইয়াছিল?
A. 1877 সনে।
17. 'সংবাদ পত্র আইন' কে প্রবর্তন করিয়াছিলেন?
A. লর্ড লিটন।
18. কোন ভাইসরয়ের শাসনকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
A. লর্ড ডাফরিণের শাসনকালে।
19. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্টাতা কে?
A. উমেশচন্দ্র ব্যানার্জী।
20. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
A. বোম্বাইয়ে।
21. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
A. উমেশচন্দ্র ব্যানার্জী।
22. কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হইয়াছিল কখন?
A. সুরাট কংগ্রেসে।
23. পাঞ্জাবের বিখ্যাত চরমপন্থী নেতা কে ছিলেন?
A. লালা লাজপত রায়।
24. ইংলন্ডের পার্লামেন্টে কোন ভারতীয় সদস্য ছিলেন।
A. দাদাভাই নৌরজী।
25. কে বঙ্গ বিভাজন করিয়াছিলেন?
A. লর্ড কার্জন।
26. বঙ্গভঙ্গ আন্দোলনের অন্য নাম কি?
A. স্বাধীনতা আন্দোলন।
27. 1868-69 খ্রীষ্টাব্দের পাথরিঘাট আন্দোলনের মূল কারণ কি ছিল?
A. বর্ধিত ভূমি রাজস্ব।
28. 1905 খ্রীষ্টাব্দের বঙ্গভঙ্গের তৎকালীন প্রতিক্রিয়া কি ছিল?
A স্বদেশী আন্দোলন।
29. কোথায় "ভারত স্বাধীনতা আইন" গৃহীত হইয়াছিল?
A. ব্রিটিশ পার্লামেন্টে।
30. কোন সনে ভারতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করিয়াছিল?
A. 1929 খ্রীষ্টাব্দে।
31. কত খ্রীষ্টাব্দে জালিওয়ানালাবাগের হত্যাকান্ড সংঘটিত হইয়াছিল?
A. 1919 খ্রীষ্টাব্দে।
32. কত খ্রীষ্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
A. 1906 খ্রীষ্টাব্দে।
33. কত সনে বঙ্গ বিভাজন করা হইয়াছিল?
A. 1905 সনে।
34. কত খ্রীষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়?
A. 1914 খ্রষ্টাব্দে।
35. কত খ্রীষ্টাব্দে ‘প্রিন্স অব ওয়েলস্’ ভারত ভ্রমণে আসিয়াছিলেন?
A. 1917 খ্রীষ্টাব্দে।
36. 26 জানুয়ারী দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত কোথায় গ্রহণ করা হইয়াছিল?
A. লাহোর অধিবেশনে।
37. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশনের প্রতিবেদন প্রকাশ পাইয়াছিল?
A. 1930 খ্রীষ্টাব্দে।
38. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
A. নবাব সলিমুল্লা।
39. লর্ড চেমসফোর্ডের শাসনকালে বিধিবদ্ধ কুখ্যাত আইনটি কি ছিল?
A. রাওলাট আইন।
40. কত খ্রীষ্টাব্দে ইয়াণ্ডাবুর সন্ধি হইয়াছিল?
A. 1826 খ্রীষ্টাব্দে।
41. খিলাফৎ আন্দোলনের নেতা কে ছিলেন?
A. সৌকত আলী।
42. গান্ধিজী অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করিয়াছিলেন?
A. চৌরিচৌরার ঘটনার জন্য।
43. ভারতের স্বাধীনতা ঘোষণাকারী ইংলন্ডের প্রধানমন্ত্রীর নাম কি?
A. ক্লিমেন্ট এটলি।
44. সুভাষচন্দ্র বসু যে ফৌজটি গঠন করিয়াছিলেন তাহার নাম কি?
A. আজাদ হিন্দ ফৌজ।
45. স্বরাজ আন্দোলন কবে আরম্ভ হইয়াছিল?
A. বঙ্গভঙ্গের পরে।
46. গ্রুপিং পরিকল্পনা হইতে অসমকে কে রক্ষা করেন?
A. গোপীনাথ বরদলৈ।
47. দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণকারী ভারতীয় নেতা কে ছিলেন?
A. মহাত্মা গান্ধী।
48. কত খ্রীষ্টাব্দে "ভারত ছাড়ো" আন্দোলন আরম্ভ হইয়াছিল?
A. 1942 খ্রীষ্টাব্দে।
49. 1921 সালে অসহযোগ আন্দোলন বন্ধ করার মূল কারণ কি ছিল?
A. চৌরিচৌরার ঘটনা ।
50. পুণার জেলে গান্ধীজীর আমরণ অনশনের মূল কারণ কি ছিল?
A. সাম্প্রদায়িক বাটোয়ারা।
51. 1930 খ্রীষ্ঠাব্দের বিখ্যাত আইন অমান্য আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন?
A. মহাত্মা গান্ধী।
52. "ভারত ভারতবাসীর জন্য” – এই উক্তিটি কার?
A. দয়ানন্দ সরস্বতীর।
53. কত খ্রীষ্টাব্দে অসহযোগ আন্দোলন আরম্ভ হয়?
A. 1920 খ্রীষ্টাব্দে।
54. 1938 খ্রীষ্টাব্দে অসমে কংগ্রেস মোর্চা মন্ত্রিসভার নেতৃত্ব কে করিয়াছিলেন?
A. গোপীনাথ বরদলৈ।
55. অসম এসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন?
A. প্রভাতচন্দ্র বরুয়া।
56. হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বড়লাটের নাম কী?
A. লর্ড কার্জন।
57. কত খ্রীষ্ঠাব্দে মহাত্মা গান্ধী অসমে আসিয়াছিলেন?
A. 1921 খ্রীষ্টাব্দে।
58. কত খ্রীষ্টাব্দে পাথরিঘাটের যুদ্ধ হইয়াছিল?
A . 1894 খ্রীষ্টাব্দে।
59.1942 খ্রীষ্টাব্দের গণ-আন্দোলনে শহীদ হওয়া গহপুরের বীরাঙ্গনার নাম কি?
A. কনকলতা বরুয়া
60. কত খ্রীষ্টাব্দে মণিরাম দেওয়ানকে ফাঁসী দেওয়া হইয়াছিল?
A. 1858 খ্রীষ্টাব্দে।
61. কে ভারতে বুনিয়াদী শিক্ষার প্রচলন করিয়াছিলেন?
A. মহাত্মা গান্ধী।
62. ভারতের সংবিধান সভার সভাপতিত্ব কে করিয়াছিলেন?
A. ড. রাজেন্দ্র প্রসাদ।
63. ভারতের খসড়া সংবিধান কবে গৃহীত হয়?
A. 1949 খ্রীষ্টোব্দের 26 নভেম্বর।
64. কবে ভারতের খসড়া সংবিধানটি সংবিধান সভায় গৃহীত হয়?
A. 1950 সনের 26 শে জানুয়ারী হইতে।
65. স্বাধীন ভারতের সংবিধান বলবৎ করা হইয়াছিল কবে?
A. 1950 সনের 26 শে জানুয়ারী।
66. সংবিধান সভার সদস্যদের কহারা নির্বাচিত করিয়াছিল?
A. প্রাদেশিক আইনসভার সদস্যগণ।
67. ভারতের সংবিধানের অভিভাবক কে?
A. উচ্চতম ন্যায়ালয়।
68. ভারতের সংবিধানে অনুসূচীর সংখ্যা কত?
A. 10 টি।
69. সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ করা হইয়াছে?
A. 32 নং অনুচ্ছেদে।
70. পৃথিবীর দীর্ঘতম সংবিধান কোনটি?
A. ভারতের সংবিধান।
71. পৃথক সংবিধানের ব্যবস্থা থাকা ভারতের রাজ্যটির নাম কী?
A. জম্মু ও কাশ্মীর।
72. সংবিধানের কোন অনুচ্ছেদে সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত করা হইয়াছে?
A. 29 এবং 30 অনুচ্ছেদে।
73. ভারতের সংবিধানে থাকা মৌলিক অধিকারে সংখ্যা কত?
A. 6 টি।
74. সংবিধানের কোন অধিকারটি কেবল নাগরিকেরাই উপভোগ করিতে পারে?
A. রাজনৈতিক অধিকার।
75. মৌলিক কর্তব্য সংবিধানের কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত?
A. চতুর্থ অধ্যায়ে।
76. নির্দেশক নীতির মূল লক্ষ্য কি?
A. ভারতকে একটি কল্যাণকামী রাষ্ট্র হিসাবে গড়িয়া তোলা।
77. ভারতের মুখ্য কার্যপালক কে?
A. রাষ্ট্রপতি।
78. প্রধানমন্ত্রীর কার্যকাল কত?
A. নির্দিষ্ট কার্যকাল নেই।
79. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন?
A. রাষ্ট্রপতি।
80. ভারতের রাষ্ট্রপতি ও মন্ত্রীসভার মধ্যে কে যোগসূত্র স্থাপন করেন?
A. প্রধানমন্ত্রী।
81. রাজ্যপালকে কে পদচ্যুত করিতে পারে?
A. রাষ্ট্রপতি।
82. ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত?
A. 5 বসর।
83. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
A. ড: রাজেন্দ্র প্রসাদ।
84. ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে?
A. রাষ্ট্রপতি।
85. ভারতের রাষ্ট্রপতি জরুরী অবস্থা ঘোষণা করিতে পারেন কাহার উপদেশ মতে?
A. কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের উপদেশ মতে।
86. রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হইতে হইবে?
A. 35 বৎসর।
87. লোকসভার মোট সদস্য সংখ্যা কত?
A. 547 জন। (বর্তমানে 543 জন)।
88. কে রাজ্যসভায় সভাপতিত্ব করেন?
A. উপ-রাষ্ট্রপতি।
89. ভারতের নাগরিকত্বের নূতন নিয়ম করার ক্ষমতা কাহার আছে?
A. সংসদের।
90. লোকসভার অধ্যক্ষকে কে নির্বাচিত করেন?
A. লোকসভার সদস্যগণ।
91. ভারতে ভোটাধিকারের নিম্নতম বয়স কত?
A. 18 বৎসর।
92. পূর্বে আমাদের দেশে ভোটাধিকারের নিম্নতম বয়স কত ছিল?
A. 21 বৎসর।
93. ভারতে মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন?
A. উপ-রাষ্ট্রপতি।
94. রাজ্যসভার সদস্যদের নিম্নতম বয়স কত নির্দ্ধারণ করা হইয়াছে?
A. 30 বৎসর।
95. কে লোকসভার অধিবেশন আহ্বান করিতে পারে?
A. রাষ্ট্রপতি।
96. সংসদের যুক্ত সদনের বৈঠক কে আহ্বান করিতে পারে?
A. রাষ্ট্রপতি।
97. সংসদের যুক্ত সদনের বৈঠকে কে সভাপতিত্ব করতে পারেন?
A. লোকসভার অধ্যক্ষ।
98. কে সর্বোচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশদের, নিয়োগ করেন?
A. উপ-রাষ্ট্রপতি।
99. লোকসভার সদস্যদের নিম্নতম বয়স কত নির্দ্ধারণ করা হইয়াছে?
A. 25 বৎসর।
100. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন?
A. ভারতের রাষ্ট্রপতি।
101 লোকসভা কে ভঙ্গ করিতে পারে?
A. রাষ্ট্রপতি।
102. রাজ্যসভায় ভারতবর্ষের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করিতে পারে?
A. 12 জন।
103. উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশদের কে নিযুক্ত করেন?
A. রাষ্ট্রপতি
104. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে তাঁহাদের কাজ কে চালাইতে পারেন?
A. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি।
105. উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ও অন্যান্য ন্যায়াধীশগণ কত বৎসর বয়স পর্যন্ত কার্য নির্বাহ করেন?
A. 65 বৎসর বয়স পর্যন্ত।
106. উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশদের সংখ্যা কে বাড়াইতে পারেন?
A. সংসদ।
107. উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশদের কত বৎসর বয়সে অবসর গ্রহণ করেন?
A. 62 বৎসর বয়সে।
108. বিধানসভা কে ভঙ্গ করিতে পারেন?
A. রাজ্যপাল।
109. রাজ মন্ত্রিপরিষদের বৈঠকে কে সভাপতিত্ব করেন?
A. মুখ্যমন্ত্রী।
110. রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান কে?
A. মুখ্যমন্ত্রী।
111. রাজ্যপালকে কে শপথ গ্রহণ করায়?
A. উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ।
112. বিধানসভার অর্থ-বিল উত্থাপনের জন্য কাহার অনুমতি প্রয়োজন?
A. রাজ্যপালের।
113. রাজ্যপাল হইতে হইলে কোন ব্যক্তির নূন্যতম বয়স কত হইতে হইবে?
A. 35 বৎসর।
114. রাজ্যপালকে কে নিয়োগ করেন?
A. রাষ্ট্রপতি।
115. সর্বোচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশদের কে নিয়োগ করেন?
A. উপ-রাষ্ট্রপতি।
116. বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কত?
A. 29 টি।
117. বিধানসভার ন্যূনতম সদস্য সংখ্যা কত?
A. 62 জন।
118. বিধানসভার সদস্যদের ন্যূনতম বয়স কত নির্দ্ধারণ করা হইয়াছে?
A. 25 বৎসর।
119. বিধান সভার সদস্যের সর্বাধিক সংখ্যা কত?
A. 500 জন।
120. বিধান পরিষদের সদস্যদের কার্যকাল কত?
A. 6 বৎসর
121. জিলার উপায়ুক্তকে কে নিযুক্ত করেন?
A. রাজ্য সরকার।
122. গুয়াহাটী পৌর নিগমের সর্বাধিক সদস্য সংখ্যা কত?
A. 60 জন।
123. আসামের পঞ্চায়েত ব্যবস্থা কি ধরনের?
A. দ্বি-স্তর।
124. কত খ্রীষ্টাব্দে ওয়াহাটী পৌর নিগম গঠন করা হয়েছিল?
A. 1969 খ্রীষ্টাব্দে।
125. জিলা ন্যায়াধীশ কত বৎসর বয়সে অবসর গ্রহণ করে?
A. 68 বৎসর বয়সে।
126. অসমে মিউনিসিপ্যাল বোর্ডের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
A. 30
127. ওয়াহাটী পৌর নিগমের মেয়রের কার্যকাল কত?
A. 1 বৎসর।
All rights reserved for MS-WORLD OF EDUCATION
It is a legal offense to copy any element of this site and use it in any other blog.
Comments
Post a Comment