USE OF SOME ANOMALOUS VERBS
USE OF SOME ANOMALOUS VERBS :
Shall, Should
Shall :
1. সাধারণত ভবিষ্যৎ কাল বুঝাইতে First Person-এর Singular ও Plural number-এ Shall ব্যবহৃত হয়।
যেমন:- I shall go. We shall go.
I shall be happy. We shall be happy.
2. Second Person ও Third Person-এ নীচে দেওয়া অর্থে Shall ব্যবহার করা হয়।
(i) Command (আদেশ) : You shall love your neighbours.
(ii) Promise (প্রতিশ্রুতি) : You shall have a reward.
(iii) Threat (ভয় প্রদর্শন) : He shall be punished.
(iv) Determination (সংকল্প) : You shall obey me.
Should :
‘Shall’ এর Past Tense-এ Should হয়। ইহা ‘অতীতকালে ভবিষ্যৎ’ [Future in the Past] বুঝায়।
যেমন:- I told him that I should start tomorrow.
এছাড়াও নীচে দেওয়া অর্থে Should-এর ব্যবহার হয়।
(i) Duty (কর্তব্য), Obligation (বাধ্যবাধকতা) বুঝাইতে : We should help the poor. Children should obey their perents. You should go to school.
(ii) Probability (সম্ভাবনা) বুঝাইতে : This book should be helpful to me.
(iii) Politeness (ভদ্রতা, শিষ্টতা) প্রকাশ করিতে First Person-এ : I should not like to do so.
(iv) Present বা Past Tense-এ ‘করা উচিত’ বা ‘করিতে বাধ্য’ এই অর্থ বুঝাইতে : He should come here. You should have gone there.
(v) Subjunctive Mood গঠন করিতে সব Person-এ : If I should fail, I would be punished.
Will, Would
Will :
সাধারণত ভবিষ্যৎ কাল বুঝাইতে Second ও Third Person-এ Will ব্যবহার করা হয়। কিন্তু আজকাল First Person-এর সঙ্গেও Will ব্যবহার করা হইতেছে।
Willingness (ইচ্ছা), Promise (প্রতিজ্ঞা), Threat (ভয় প্রদর্শন) ও Determination (সংকল্প) বুঝাইতে First Person-এ Will ব্যবহৃত হয়।
Willingness : I will lend you my book.
Promise : We will do it.
Threat : I will evenge him.
Determination : I will not meet him.
[প্রশ্ন (Question) করিতে First Person-এ Will ব্যবহার করা হয় না।]
Would :
‘Will’ এর Past Tense-এ Would হয়। যেমন :- He said he would help us.
Would এর অন্য রকম ব্যবহার :-
(i) Willingness (ইচ্ছা) প্রকাশ করিতে সকল Petson-এ : I would go to school. He said he would do his best.
(ii) অতীত অভ্যাস বা সংকল্প বুঝাইতে : I would always go for a walk in the river side.
(iii) Polite Request (বিনয়ে অনুরোধ) বুঝাইতে : I hope you would lend me the book.
(iv) Condition (শর্ত) বা Uncertainty (অনিশ্চয়তা) বুঝাইতে : Had I been well. I would have gone there.
(v) সর্বদা ঘটে বা হয় এমন বুঝাইতে : The beggar would come each day for Alms.
Can, Could
Can :
(i) Ability (কর্মক্ষমতা) বুঝাইতে : He can speak English well. I can swim. We can play football.
(ii) Permission (অনুমতি) প্রকাশ করিতে : You can do it. You can go now.
Could :
Can-এর Past Tense-এ Could হয়। যেমন:- He tried to walk but could not. I did all that I could.
(i) Politeness in Request বুঝাইতে Present ও Future Tense-এ Could ব্যবহার করা হয়। — Could you tell me the time? Could I have your pen, please?
(ii) Subjunctive Mood-এ ‘Could’ auxiliary verb হিসেবে ব্যবহৃত হয়। — If he could punish the rough, he would.
May, Might
May ও তার Past Tense-এর রূপ Might দুটিই Auxiliary ও Principal এই দুই রকমে ব্যবহৃত হয়।
May :
Auxiliary Verb হিসেবে নীচে দেওয়া অর্থে ব্যবহৃত হয়।
(i) Wish (ইচ্ছা) — May you be happy. May God bless you.
(ii) Purpose (উদ্দেশ্য) — We eat that we may live. He works hard that he may win a prize.
Principal Verb হিসেবে নীচে দেওয়া অর্থে ব্যবহৃত হয়।
(i) Permission (অনুমতি) — He may go. May I go?
(ii) Possibility (সম্ভাবনা) — You may pass. It may rain.
Might :
(i) Mild Form of Request বুঝাইতে : Might I do it now?
(ii) Future Possibility প্রকাশ করিতে হইলে : He might recover soon.
(iii) Unfulfilled Condition বুঝাইতে : He might have succeed if he had the support of the people.
Must, Ought
Must :
Must verb-এর form একই থাকে। Present ও Future Tense-এ মাত্র ইহার ব্যবহার হয়।
Must-এর ব্যবহার :-
(i) Obligation (বাধ্যবাধকতা) or Compulsion বুঝাইতে – You must do it. He must work hard.
(ii) Duty (কর্তব্য) বুঝাইতে – You must obey your perents. We must be truthful.
(iii) Certainty (নিশ্চয়তা) বুঝাইতে – We must all die. He must be mad.
(iv) Determination (দৃঢ় সংকল্প) বুঝাইতে – I must prepare the lesson.
Ought :
Duty ও Obligation বুঝাইতে Ought ব্যবহার করা হয়। Present ও Past Tense-এ ইহার Form একই থাকে। যেমন:- We ought to love our country. You ought to have done it.
Please Note: (i) Duty, Obligation, Probability বুঝাইতে ‘Should’ সকল Person-এ ব্যবহার করা হয়।
(ii) ‘No sooner’ এর পরই ‘had’ ও ‘did’ এই দুইটি Auxiliary Verb-এর যেকোন একটি বসে।
USE OF A FEW WORDS :
However — যতই।
Whatever — যাহাই।
Whoever — যে কেহই।
Wherever — যেখানেই।
Whenever —যখনই।
The….the — যত….তত।
Lest — পাছে, এই ভয়ে।
Look, Appear — বোধ হয়, দেখায়, মনে হয়।
On the contrary, Rather than — বরং।
No doubt, Indeed, It is true — বটে (কোন কিছু স্বীকার করিয়াও বিপক্ষে বলার সময়)।
Please Note : ‘যত…তত’ - ‘the’ এর পর একটি Comparative Degree বসে। ‘Lest’ এর পর সাধারণত ‘Should’ বসে। However সাধারণত ‘Adjective’ ও ‘Adverb’ এর পূর্বে এবং Whatever সাধারণত ‘Noun’ এর পূর্বে বসে। ‘Principal Verb’ এর পূর্বে ‘May’ বসে।
Some Examples Given Below :
I am not afraid of you however rich you may be – তুমি যতই ধনী হও না কেন আমি তোমাকে ভয় করি না।
He will not be satisfied whatever money you may offer – যত টাকাই তুমি দাও না কেন, তিনি সন্তুষ্ট হইবেন না।
Whatever we may do, he is not satisfied – আমরা যাহাই করি না কেন, কিছুতেই তিনি সন্তুষ্ট নন।
It is lie, whoever may have told it to you – যে কেহই তোমাকে বলুক না কেন, ইহা মিথ্যা।
I shall not forget you wherever you may live – যেখানেই তুমি বাস করে না কেন, আমি তোমাকে ভুলিব না।
The harder you work, the better will be the result – যত পরিশ্রম করিবে তত ভালো ফল পাইবে।
He began to walk slowly lest he should fall – পাছে তিনি পড়িয়া যান এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটিতে লাগিলেন।
The sun looks small from a distance – দূর হইতে সূর্যকে ছোট দেখায়।
No doubt he is poor, but he is honest; He is poor indeed, but he is honest; It is true that he is poor but he is honest – সে দরিদ্র বটে, কিন্তু সৎ।
I would rather die of starvation than do such an unjust deed – আমি বরং না খাইয়া মরিব তবু এরকম অন্যায় কাজ করিব না।
I do not hate him on the contrary I love him – আমি তাহাকে ঘৃণা করি না বরং ভালবাসি।
All rights reserved for MS-WORLD OF EDUCATION
It is a legal offense to copy any element of this site and use it in any other blog.
Comments
Post a Comment